নিজস্ব সংবাদদাতা, আগরপাড়া: বয়স যে কেবলই সংখ্যা, তা ফের প্রমাণ করলেন উত্তর ২৪ পরগনার আগরপাড়ার সঙ্গীতা দে। গৃহবধূ হওয়া সত্ত্বেও তিনি স্বপ্ন দেখার সাহস হারাননি। ১৯৯৬ সালে মাধ্যমিক পরীক্ষায় গণিতে অকৃতকার্য হয়ে পড়াশোনার ইতি টেনেছিলেন সঙ্গীতা। বিয়ে, সংসার ও সন্তানের দায়িত্বে ব্যস্ত থাকলেও মনের মধ্যে অপূর্ণ স্বপ্ন জিইয়ে রেখেছিলেন। অবশেষে ২০১৯ সালে ফের মাধ্যমিক পাস করেন তিনি। ২০২২ সালে মেয়ের সঙ্গে উচ্চমাধ্যমিকও পাশ করেন। আর এবার, একেবারে একসঙ্গে একই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করলেন মা-মেয়ে।
সঙ্গীতা দে এবারে বিএ পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেয়েছেন, আর তাঁর মেয়ে অর্জন করেছে ৮০ শতাংশ। এই অসাধারণ সাফল্যের পিছনে রয়েছে একান্ত অধ্যবসায় ও দৃঢ় মনোবল। সংসার সামলে তিনি একদিকে কলেজের পড়াশোনা, অন্যদিকে টিউশনি,সেলাইয়ের কাজ এবং সাংস্কৃতিক চর্চা চালিয়ে গিয়েছেন। সমাজকে তিনি দেখিয়ে দিলেন ইচ্ছা থাকলে সব বাধা অতিক্রম করা সম্ভব।
সঙ্গীতা দে জানিয়েছেন,“আমার একটাই আফসোস ছিল পড়াশোনা শেষ করতে না পারা। কিন্তু মেয়ের অনুপ্রেরণা আর নিজের জেদের জোরেই আবার পড়াশোনা শুরু করি। আজ মনে হচ্ছে, এত কষ্ট সার্থক।”
মেয়ের কথায়,“মা-ই আমার সবচেয়ে বড় প্রেরণা। একসঙ্গে পড়াশোনা,পরীক্ষা দেওয়া এবং ডিগ্রি পাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম।”
এবার মা-মেয়ের লক্ষ্য আরও বড়। তাঁরা দু’জনেই সাংবাদিকতা নিয়ে এমএ করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের এই সাফল্যে গর্বিত পরিবার-পরিজন থেকে শুরু করে প্রতিবেশীরা।
আগরপাড়ার সঙ্গীতা দে ও তাঁর মেয়ের এই পথচলা প্রমাণ করে দিল স্বপ্ন দেখার বয়স হয় না, আর মনোবল থাকলে জীবনের যেকোনও মুহূর্ত থেকেই নতুন শুরু করা যায়।