বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেপ্তার জোট প্রার্থী সহ ৫, উদ্ধার বিস্ফোরক

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, বীরভূম: বীরভূমের মাড়গ্রামে বোমা বাঁধার অভিযোগে গ্রেপ্তার করা হল জোট প্রার্থী সহ পাঁচজনকে। সেখান থেকে দুই ড্রাম ভর্তি বোমা, বোমা তৈরিতে ব্যবহৃত বারুদ, লোহার টুকরো, শিল নোড়া, ভূসি উদ্ধার করে পুলিশ।

মাড়গ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাহিরগোড়া গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, ওই গ্রামে একটি বাড়ির মধ্যে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় অভিযান চালিয়ে বাড়ির মালিক-সহ পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ।ধৃতদের মধ্যে রয়েছেন চমৎকার শেখ, টম শেখ, গিয়াসউদ্দিন শেখ এবং ডিউক শেখ। এঁদের মধ্যে চমৎকার বীরভূমের হাঁসন-২ গ্রাম পঞ্চায়েতের বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী। এ নিয়ে কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি মিল্টন রশিদ অভিযোগ করেছেন, ‘‘পুলিশ এখন শাসক দলের হয়ে কাজ করছে। এলাকায় এলাকায় কংগ্রেস কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সত্যতা খতিয়ে দেখতে হবে।’’

তৃণমূলের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় পাল্টা বলেন, ‘‘বিরোধী রাজনৈতিক দলগুলি এক হয়ে ভোটে বোমা বারুদের ব্যবহার করে জেতার চেষ্টা করছে। এই ঘটনা তার প্রমাণ।’’ বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, এলাকায় আর কোথাও বোমা মজুত করা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

আবাস যোজনায় বাড়ি এলেও, সেই বাড়ি নিলেন না পঞ্চায়েত প্রধান

পূর্ব বর্ধমান, ৭ ডিসেম্বরঃ আবাস যোজনার তালিকায় রয়েছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর নাম কিন্তু সেই সরকারি বাড়ি নিলেন না...

বাজারে অকেজ অবস্থায় পড়ে রয়েছে পানীয় জলের রিজার্ভার, অভিযোগ ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকের

ধূপগুড়ি, ৭ ডিসেম্বর : খট্টিমারি বাজারে ৩৪ লক্ষ টাকা অধিক খরচ করে সোলার চালিত পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা...

ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ! বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আপের

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর, নয়াদিল্লি: দিল্লির বিধানসভা ভোটের আগে আম আদমি পার্টি (আপ) ভোটার তালিকায় জালিয়াতির...

বৈভবের দাপুটে ব্যাটিং, শ্রীলঙ্কাকে হারিয়ে  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, এবার সামনে বাংলাদেশ

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর, নয়াদিল্লি: শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বৈভব সূর্যবংশীদের...