খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ জুলাই, শিলিগুড়ি: পিকআপ ভ্যানে করে পাচারের আগেই মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার পাঁচটি গোরু। গ্রেপ্তার ১। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া থানার অন্তর্গত পতিরাম এলাকায় একটি পিকআপ ভ্যানে করে পাঁচটি গোরু অন্যত্র পাচার করা হচ্ছিল।
সেই খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশকে দেখে গাড়ি ছেড়ে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে ধরতে সক্ষম হয় মাটিগাড়া থানা পুলিশ। ধৃতর নাম মহম্মদ করিম। তার বাড়ি মাটিগাড়ার তুম্বাজোত এলাকায়।
বুধবার দুপুরে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। উদ্ধার গোরুগুলোকে পাঠানো হয় খোয়াড়ে। পাশাপাশি এই ঘটনায় পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে।