খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, মিরাটঃ তীর্থযাত্রা শেষে ফেরার পথে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৫ পুণ্যার্থীর। আহত বহু। শনিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে।
হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে ফিরছিলেন পুণ্যার্থীদের একটি দল। দলের একেবারে সামনে ছিল ২২ ফুট উচ্চতার একটি ডিজে বক্স। মিরাটের ভবনপুর এলাকার রলি চৌহান গ্রামের উপর দিয়ে গিয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন। আচমকাই ডিজে বক্সের মাথা ছুঁয়ে যায় বিদ্যুতের লাইনে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন তীর্থযাত্রীরা। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন একজন। তাঁকে বাঁচাতে গিয়ে আরও অনেকেই একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্হানীয়রাই পুণ্যার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলাকালীন ৫ জনের মৃত্যু হয়। আরও ৫ জন গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন। দুর্ঘটনার পর বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে পথ অবরোধ করেন তীর্থযাত্রীদের একাংশ। প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। মিরাটের জেলাশাসক দীপল মিনা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।