অমৃত ভারত প্রকল্পে দেশের ৫০৮টি স্টেশনের আধুনিকীকরণের কাজের সূচনা করলেন প্রধানমন্ত্রী

19

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ অগাস্ট, নয়াদিল্লিঃ অমৃত ভারত স্টেশন স্কিম প্রকল্পে দেশের ৫০৮ টি স্টেশনকে নবরূপে সাজানোর উদ্যোগ নিল ভারতীয় রেল। যার মধ্যে রয়েছে বাংলার ৩৭টি স্টেশন। রবিবার সকালে দিল্লি থেকে ভার্চুয়াল এই প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ৩৭ টি স্টেশনের মধ্যে রয়েছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ৫ টি স্টেশন। একেবারে বিমানবন্দরের ধাঁচে পূর্ব রেলের আসানসোল রেল স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে।  তালিকায় রয়েছে শিয়ালদহ মেন লাইনে সাতটি স্টেশনও। এর মধ্যে অন্যতম ব্যারাকপুর রেল স্টেশন।

বাংলায় যে ৩৭ টি স্টেশনের নাম তালিকায় রয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, চাঁদপাড়া স্টেশন, আলিপুরদুয়ারের দলগাঁও, ফালাকাটা ও নিউ আলিপুরদুয়ার স্টেশন, বর্ধমানের অন্ডাল, বর্ধমান, আসানসোল, পাণ্ডবেশ্বর, কাটোয়া স্টেশন, বীরভূমের বোলপুর, রামপুরহাট স্টেশন, কোচবিহারের দিনহাটা, উত্তর দিনাজপুরের ডালখোলা, কালিয়াগঞ্জ, আলুয়াবাড়ি রোড স্টেশন, হুগলির অম্বিকা কালনা, শেওড়াফুলি, তারকেশ্বর স্টেশন, জলপাইগুড়ির বিন্নাগুড়ি, ধুপগুড়ি, হলদিমারি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুডি রোড. কামাখ্যাগুড়ি, নিউ ম্যাল জংশন, কলকাতার শিয়ালদহ, মালদহের মালদহ টাউন, সামসী স্টেশন, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, নিউ ফারাক্কা জংশন, নদিয়ার বেথুয়াডহরি, কৃষ্ণনগর সিটি, নবদ্বীপ ধাপ, শান্তিপুর স্টেশন।

৫০৮ টি স্টেশনের আধুনিকীকরণের জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রেল। বাংলার ৩৭ টি স্টেশনের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫০৩ কোটি টাকা। এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৫০৮টি রেলস্টেশনের আধুনিকীকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষেই এই ৫০৮টি স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ হিসাবে তৈরি করা হচ্ছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্হিত ছিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেলের দুই প্রতিমন্ত্রীও।