খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, ক্যালিফোর্নিয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ছয়জনের। শনিবার স্থানীয় সময় ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ক্যালিফোর্নিয়ার মুরিয়েটা শহরে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দরের কাছেই বিমানটি ভেঙে পড়ে।
জানা গেছে, বিমানটি লাস ভেগাস থেকে রওনা হয়েছিল। ভেঙে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সেই সময় বিমানে চালক, বিমানকর্মী-সহ ছ’জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। আশপাশের বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। মার্কিন সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সেটি একটি ব্যবসায়িক জেট ছিল। মাঠের মাঝে দাউদাউ করে জ্বলছিল বিমানটি। ভোরে বিষয়টি জানাজানি হওয়ার পর উদ্ধারকাজ শুরু হতেও বেশ কিছুটা সময় লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তারাই আগুন নিভিয়ে বিমানের ধ্বংসাবশেষ থেকে ছ’জনের দেহ উদ্ধার করে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। তবে এখনও পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। ক্যালিফর্নিয়ার জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।