খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪ জুলাই, জলপাইগুড়ি: মাঝরাতে খাবারের খোঁজে হাতির হানা লোকালয়ে। বানারহাট ব্লকের চানাডিপা এলাকায় রাতভর তাণ্ডব চালিয়ে ৬টি বাড়ি ভাঙল হাতির দল। পায়ে মাড়িয়ে নষ্ট করল পাটখেত।
জানা গিয়েছে, বৃহস্পতিবার খাবারের খোঁজে লোকালয়ে এসে রাতভর তান্ডব চালায় হাতির পাল। ভোরের আলো ফুটতে দেখা যায় হাতির তাণ্ডবে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু বাড়ির সুপারি গাছ নষ্ট করে গ্রামে দাপিয়ে বেরিয়ে সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়ে জঙ্গলে ফেরে হাতির পাল।
মাঠে ফসল না থাকায় খাবারের লোভে সোজা হানা দেয় গৃহস্থের বাড়িতে। ভাঙে বাড়ির ধানের গোলা। গ্রামবাসীদের তাড়া খেয়ে রাতেই তোতাপাড়া জঙ্গলে ফিরে যায় হাতির পাল। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দপ্তর।