খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৪জুলাই, মালদা: ফের মালদায় ভোট পরবর্তী হিংসা। এবারে তৃণমূল ও নির্দল প্রার্থীর মধ্যে সংঘর্ষের জেরে দুই পক্ষের মোট ছয় জন আহত হলেন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত কাজী গ্রাম এলাকার ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী ছিলেন তারা বিবি। অন্যদিকে নির্দল প্রার্থী ছিলেন মুহিনুর বিবি। ভোটে পরাজিত হন নির্দল প্রার্থী। আর তার জেরে আজ বিকেলে তৃণমূল প্রার্থী ও তার কর্মীরা নির্দল প্রার্থীর সমর্থকদের বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে সকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। সকলকে উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে দুই দলের মোট ছয় জন সমর্থক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।