দিনহাটা, ১২ জুনঃ তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ল বামনহাট উচ্চ বিদ্যালয়ের পরপর ছয়জন ছাত্রী। কিসামত দশগ্রাম ও দিনহাটার সাম্প্রতিক ঘটনার পর এবার বামনহাটে এমন ঘটনায় এলাকাজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
জানা গেছে, বামনহাট উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী কমলিকা বর্মন, নবম শ্রেণির ডোনা বর্মন, দ্বাদশ শ্রেণির শাহানাজ খাতুন, নবম শ্রেণির নন্দিনী বর্মনসহ আরও দুই ছাত্রী ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে নবম শ্রেণির ছাত্রী ডোনা বর্মনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ছাত্রীদের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় জানান,”গরমের তীব্রতায় ছাত্রীদের স্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। ঘটনার পরপরই আমরা তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই।”