ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত হিমাচল, উত্তরাখণ্ড, মৃত বেড়ে ৬৬

176

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ অগাস্ট, নয়াদিল্লিঃ প্রবল বর্ষণে ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একাধিক এলাকা। একটানা ভারী বৃষ্টিতে ভূমিধসে বহু এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল। ভূমিধসের কারণে তছনছ হয়ে গিয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬। আহত বহু। যুদ্ধকালীন তৎপরতায় চলছে দেহ উদ্ধারের কাজ। ধসের জেরে বন্ধ বহু রাস্তা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার রাত পর্যন্ত হিমাচল ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৬। যার মধ্যে শুধু হিমাচলে প্রাণ হারিয়েছেন ৬০ জন। আহত অগণিত। ১৩ আগস্ট থেকে হিমাচলে ভারী বৃষ্টিতে একাধিক জেলায় পরপর ভূমিধসের ঘটনা ঘটে। মৌসম ভবন জানিয়েছে, শুক্রবার পর্যন্ত হিমাচলে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। অন্যদিকে উত্তরাখণ্ডে আরও ৪ দিন ভারী বৃষ্টি হবে।

এই পরিস্থিতিতে বুধবারেও হিমাচলে সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ধস নামার কারণে কালকা থেকে শিমলা যাওয়ার রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের প্রবল বৃষ্টি এবং হড়পা বানে ভেসে গিয়েছে সিমলার সামার হিলের শিব বাওয়ারি মন্দির। বহু ভক্ত মন্দিরের তলায় চাপা পড়েছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত ১১টি দেহ উদ্ধার হয়েছে।

প্রশাসন জানাচ্ছে, ধসের সময় অন্তত ৩০ জন ভক্ত এবং পুণ্যার্থী মন্দিরের ভিতরে ছিলেন। গতকাল এলাকা পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু। ধসপ্রবণ এলাকায় ঘরবাড়ি খালি করার নির্দেশ দিয়েছেন তিনি। ধসের কারণে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা মেরামতের দায়িত্ব সরকার নেবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে উত্তরাখণ্ডের পরিস্থিতিও উদ্বেগজনক। আগামী চারদিন চলবে টানা বৃষ্টি বলে জানিয়েছেন আবহবিদরা। সোমবার প্রবল বর্ষণের জেরে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়েছিল। তবে গতকাল থেকে ফের কাজে নেমেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।