খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৪ জুন, ঢাকা: ঢাকা এক্সপ্রেসওয়েতে চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন লেগে মৃত্যু হল সাতজনের। জানা গেছে, শনিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সে আগুন লেগে গেলে পুড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়। এখনও অবধি নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে তারা একই পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সটি ঢাকা আসছিল।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা পুলিশ তার তদন্ত শুরু করেছে পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সেইসময় অ্যাম্বুলেন্সের মধ্যে অক্সিজেন সিলিন্ডার মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অ্যাম্বুলেন্সের চালক মৃদুলকে (৪১) গুরুতর আহত অবস্থায় তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা পুলিশ তার তদন্ত শুরু করেছে।