খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, ত্রিপুরা: ত্রিপুরায় উলটোরথের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ১৮ জন। ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে বুধবার বিকাল ৪টে নাগাদ উল্টোরথ যাত্রার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। রথ টানার সময় সেটির চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে রথটিতে আগুন লেগে যায়। সেসময় শোভাযাত্রায় বহু মানুষ অংশ নিয়েছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং অগ্নিসংযোগের জেরে ৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
জানা গিয়েছে, গতকাল উলটোরথ উপলক্ষ্যে প্রচুর দর্শনার্থী কুমারঘাটে জড়ো হয়েছিলেন। প্রায় হাজারেরও বেশি মানুষ লোহার তৈরি ওই রথের দড়ি ধরে টানছিলেন। ওই সময়ই ১৩৩ কিলোভোল্টের বৈদ্যুতিক তার রথের চূড়ার সংস্পর্শে আসলে রথটিতে আগুন লেগে যায়। তাতেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মানিক সাহা হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করেন। এবার স্বজনহারাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই আর্থিক সাহায্য করা হবে।