আবাস যোজনার তালিকায় নাম নেই ৭৩ বছর বয়সী বৃদ্ধা সুমতি রায়ের,ক্ষোভ গ্রামবাসীদের

8

ধূপগুড়ি, ১৭ জানুয়ারিঃ ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং অঞ্চলের খগেনহাট গ্রামের রায়পাড়ার ৭৩ বছর বয়সী বৃদ্ধা সুমতি রায় জীবনের দুরবস্থা যেন প্রশাসনের নজরের বাইরে রয়ে গেছে। বিধবা ভাতা দিয়ে কোন ভাবে দিন কাটালেও তার জরাজীর্ণ ঘর বর্ষার সময় বসবাসের অযোগ্য হয়ে ওঠে। ঘরের ভেতরে জল ঢুকে, আর সেই পরিস্থিতিতে দুর্ভোগ সহ্য করে থাকতে বাধ্য হন তিনি।

বৃদ্ধা সুমতি পরিবারে ছেলে মেয়ে বলতে কেউ নেই। একমাত্র পঞ্চায়েতের থেকে সাহায্যের আশায় দিন কাটাচ্ছেন তিনি। তবে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করছে কারণ আবাস যোজনা প্রকল্পের তালিকায় সুমতি রায়ের নাম নেই। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করা হলে তার এই সমস্যার বিষয়ে উপর মহলে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সুমতি রায়ের মত অসহায় মানুষদের প্রতি যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক এবং আবাস যোজনা তালিকায় নাম যুক্ত করে সরকারি প্রকল্পের অধীনে আনা হোক।