জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি

0
15

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, জলপাইগুড়ি: ৭৫ বছর পূর্ণ হল জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের। গত বছর ২৮ জুলাই সূচনা হয়েছিল অনুষ্ঠানের আজ শুক্রবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সমাপ্ত হল।

১৯৪৮ সালে স্থাপিত হয় জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়। এদিন বৃষ্টি ভেজা শহরে স্কুলের ছাত্রীদের দ্বারা আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডা ভালে।

স্বাধীনতার এক বছর পরেই গুটি কয়েক ছাত্রী আর কতিপয় শিক্ষিকাকে নিয়ে শুরু হয়েছিল এই বিদ্যালয়ের পথ চলা।
নানান প্রতিকূলতার মধ্যেও স্কুলে লাগাতার চলেছে মানুষ গড়ার কাজ।

এই বিদ্যালয় থেকে জীবনের পাঠ নিয়ে আজ দেশ বিদেশে ছড়িয়ে আছেন এই স্কুলের প্রাক্তনীরা। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষ জানান দীর্ঘ এক বছর ধরে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলা ৭৫ বছর পূর্তি উৎসবের আজ সমাপ্তি হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here