৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল কোচবিহারে

683

কোচবিহার, ২৬ জানুয়ারিঃ ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হল কোচবিহারে। এদিন কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ওই প্রজাতন্ত্র দিবস। এদিন সেখানে সকাল ৯ টা ৫ মিনিটে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। এরপর সমবেত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক ও পুলিশ সুপার। পুলিশের বিভিন্ন বাহিনী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি দপ্তর এদিনের মার্চপাস্টে অংশ নেয়। একাধিক বিষয়ের ওপর তৈরি করা হয় আকর্ষণীয় ট্যাবলো। প্রচুর সাধারণ মানুষকও এই অনুষ্ঠানের সাক্ষী হতে ভিড় জমান কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে।

এদিন সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অরিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, কোচবিহার জেলার ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, অভিজিৎ দে ভৌমিক, বিনয় কৃষ্ণ বর্মণ, বংশীবদন বর্মণ সহ আরও অন্যান্যরা।

জানা গেছে, সারা দেশের সাথে প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কোচবিহারে। এদিন সেখানে যেসমস্ত স্কুল কলেজ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সেখানে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের পুরস্কার দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে যারা পুরস্কার পেয়েছে তারা মাঠের মধ্যে উল্লাসে ফেটে পড়েন বলে জানা গিয়েছে।

এদিন ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের দিনে জেলাবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা রাজ্য সরকারের বিভিন্ন কাজ কর্মের হিসেব নিকেশ তুলে ধরেন। এবং প্রজাতন্ত্র দিবসের জেলার মানুষকে শুভেচ্ছা বার্তা দেন।

এছাড়াও কোচবিহার জেলার দিনহাটা মহকুমা, তুফানগঞ্জ মহকুমা, মাথাভাঙ্গা মহকুমায় ৭৬ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ওই দিনটি পালন করা হয়। এছাড়াও কোচবিহারের বিভিন্ন সরকারী স্কুল, বেসরকারি স্কুল, কলেজ, বিভিন্ন অফিসে, আদালতে প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর ২৬ জানুয়ারি ভারত তার প্রজাতন্ত্র দিবস উদযাপন করে। ১৯৫০ সালের এই দিনেই ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল।  এই দিনেই প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এই বছর, ২৬ জানুয়ারি, ভারত প্রজাতন্ত্র হওয়ার ৭৫ বছর পূর্ণ করবে এবং ২০২৫ সালে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হবে। নয়া দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এই দিনে রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন। সামরিক বাহিনী কুচকাওয়াজের আয়োজন করে এবং বিভিন্ন রাজ্যে ট্যাবলো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।