ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, মৃত ৮! সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

62

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, নয়াদিল্লি: একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। বুধবার রাত থেকে টানা মুষলধারে বৃষ্টির জেরে জল থইথই দিল্লির রাস্তাঘাট। জল জমা রাস্তায় ব্যাপক যানজট। এই পরিস্থিতিতে দিল্লিতে প্রাণ হারিয়েছেন আটজন। দিল্লিতে নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা ও শিশুর।

এছাড়াও দুর্যোগের কারণে দিল্লি লাগোয়া গুরুগ্রামে চার জন এবং গ্রেটার নয়ডায় দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। গতকাল রাতেই দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী ঘোষণা করেছেন, পয়লা আগস্ট, বৃহস্পতিবার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ভারি বৃষ্টির জেরে নদীতে পরিণত হয়েছে দিল্লির সমস্ত ব্যস্ত রাস্তা। বৃষ্টির জেরে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান-ওঠানামাতেও প্রভাব পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে ১০টি বিমান নামতে পারেনি দিল্লিতে। সেগুলিকে পার্শ্ববর্তী জয়পুর এবং লখনউ বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

মৌসম ভবন আজ দিল্লিতে লাল সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৮ মিমি বৃষ্টি হয়েছে দিল্লিতে। যা গত ১৪ বছরে জুলাই মাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড ভেঙে দিয়েছে।

রাজধানীতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। নিরাপত্তার কারণে নাগরিকদের ঘরে থাকতে বলা হয়েছে। উত্তর দিল্লির সব্জি মান্ডি এলাকায় বাড়ি ভেঙে পড়ে আহত হয়েছেন এক জন। বসন্তকুঞ্জে দেওয়াল ভেঙে আহত হয়েছেন এক মহিলা। দরিয়াগঞ্জ এলাকায় একটি বেসরকারি স্কুলের পাঁচিল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়ি। ৫ আগস্ট অবধি বজ্রগর্ভ মেঘে লাগাতার বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।