খবরিয়া নিউজ ডেস্ক, ২২শে জুন , উত্তরাখণ্ড: ৬০০ মিটার গভীর খাদে পড়ে গেল একটি পর্যটক বোঝাই গাড়ি। বৃহস্পতিবার সকালের উত্তরাখণ্ডের ঘটনা। ওই গাড়িতে থাকা ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুই যাত্রী।
জানা গিয়েছে, এদিন সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মুন্সিয়ারি অঞ্চলের নিকটবর্তী গ্রাম হোকাড়ায় একটি গাড়ি খাদে পড়ে যায়। পিথোরাগড়ের জেলাশাসক রিনা জোশী জানিয়েছেন, ওই গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। খবর পেয়েই পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা সেখানে পৌঁছে গাড়ির ভিতর থেকে ৯ জনের দেহ উদ্ধার করেন। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনিল কুমার শুক্লা জানিয়েছেন, ভাগেশ্বর জেলার সামা গ্রাম থেকে পুণ্যার্থীরা হোকরা গ্রামের কোকিলা দেবীর মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় জিপটি খাদে পড়ে যায়। তবে কী কারণে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ল, তা জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। গ্রামবাসীরা জানিয়েছেন, ভারী বৃষ্টি হওয়ায় রাস্তার পরিস্থিতি খুব খারাপ। সে কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।