কোচবিহার, ২৪ ফেব্রুয়ারিঃ বিশ্ব মহাবীর চিলা রায়ের ৫১৪ তম জন্মজয়ন্তী পালিত হল কোচবিহারে। এদিন কোচবিহার ১নং ব্লকের ঘুঘুমারি কদমতলায় ওই বিশ্ব মহাবীর চিলা রায়ের জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন সেখানে চিলা রায়ের জন্ম জয়ন্তী পালন করে ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক বংশীবদন বর্মণের গোষ্ঠী। এদিন বংশীবদন ছাড়াও উপস্থিত ছিলেন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশুতোষ বর্মা, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাত্তারুল হক, কেন্দ্রীয় কমিটির কনভেনার গিরিজাশংকর রায়, প্রচার সম্পাদক পরিমল বর্মণ সহ আরও অনেকে।
জানা গেছে, চিলারায়ের জন্ম হয় ১৫১০ সনে। কোচ রাজ্যের প্ৰতিষ্ঠাতা বিশ্ব সিংহের স্ত্রী পদ্মাবতী দেবীর পুত্র ছিলেন চিলা রায়। তিনি কোচ-রাজবংশীদের গর্ব ছিলেন। শুক্লদেব,শুকল গোঁসাই,সুকল কোস,সংগ্রাম সিংহ ইত্যাদি নামে পরিচিত হলেও “চিলা রায়”নামেই তাঁর পরিচিতি এবং খ্যাতি অনেক বেশি। বিশ্বসিংহ প্রতিষ্টিত কোচবিহার রাজবংশের যে সূচনা করেছিলেন তার পূর্ণতা লাভ করেছিল তার সুযোগ্য উত্তরসূরি দুই পুত্র মহারাজা নর নারায়ণ এবং তার ভাই তথা প্রধান সেনাপতি শুক্লধ্বজ ওরফে চিলারায় এর হাত ধরে। চিলারায় এর সাহসিকতা,প্রগাঢ় পাণ্ডিত্য,অসামান্য শৌর্যবীর্য,স্বাভাবিক নিঃস্বার্থপরতা,অবিচলিত ভাতৃপ্রেম এবং বুদ্ধিমত্তার সাহায্যে মহারাজা নরনারায়ণ কোচবিহারের সাম্রাজ্যের পরিণত করেছিলেন। কারন তাঁর যুদ্ধবিদ্যার দূরদর্শিতা ও কলা-কৌশলের পারদর্শিতা অনেক বড় বড় যোদ্ধা অনুসরণ করেছিলেন।তাই তার বীরত্বের গৌরবগাথা কথা শোনা যায় উত্তর-পূর্ব ভারত জুড়ে। মহাবীর চিলা রায় পৃথিবীতে প্রথম মিলিটারি সিস্টেম গেরিলা রণনীতি চালু করেছিলেন। তার জন্মদিন মাঘী পূৰ্ণিমা বীর চিলারায় দিবস হিসেবে পালন করে আসছে তার রাজ্যের মানুষরা।
এদিন এবিষয়ে ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’ এর সাধারণ সম্পাদক বংশীবদন বর্মণ বলেন,পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন বীরের মধ্যে নেপোলিয়ান,ছত্রপতি শিবাজী এবং চিলা রায়।এদের মধ্যে চিলারায় শ্রেষ্ঠবীর। সেই বীর চিলা রায়ের ৫১৪ তম জন্ম জয়ন্তী পালন করা হয়। সেই জন্ম জয়ন্তী অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার ১ নং ব্লকের ঘুঘুমারি কদমতলায়। এই বীর চিলা রায়ের জীবন কাহিনী আগামী দিনের পাঠ্য পুস্তকে যেন ছাপা হয় সেই আবেদন রাখি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে। কারন আমাদের পৃথিবী বা বিশ্বের বিখ্যাত বীর চিলা রায়ের বীরত্বের কথা সকলের বা বিশ্বের দরবারে তুলে ধরা দরকার বলে মনে করেন বংশীবদন বর্মণ।
অন্যদিকে বিশ্ব মহাবীর চিলারায়ের ৫১৪তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয় দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্রনারায়ন স্মৃতিসদনে। এদিন দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এর উদ্যোগে সেখানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চিলারায়ের ৫১৪ তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ,সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া,দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরিসংকর মাহেশ্বরী,ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন,সংগঠনের পক্ষে প্রেমানন্দ দাশ সহ অন্যান্যরা।
এদিন সেখানে বক্তব্য দিতে গিয়ে উপস্থিত সকলেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়ের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তার খতিয়ান তুলে ধরেন এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দেন তারা।