প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বাড়তি সতর্কতা,কোচবিহারের বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি পুলিশের

56

কোচবিহার, ২৫ জানুয়ারিঃ রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। তার আগে সচেতন জেলা প্রশাসন। জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া নাকা চেকিং অভিযান করলো কোচবিহার জেলা পুলিশের। শনিবার কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে কোচবিহার গুঞ্জোবাড়ি সংলগ্ন এলাকায় নাকা চেকিং চালালো পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে খবর,প্রজাতন্ত্র দিবসের আগে জেলার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত্ত করতে এই অভিযান। চেকিংয়ে করা হয় বড় বাস, চার চাকা গাড়ি সহ মোটরসাইকেল এবং স্কুটিতেও চেকিং চালানো হয়। পাশাপাশি বড় বাসে যাতায়াতকারী যাত্রীদের ব্যাগও খুলে চেক করা হয়।

এবিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুত্তিমান ভট্টাচার্য জানান,প্রজাতন্ত্র দিবসের আগে আমরা কিছু নিরাপত্তা ব্যবস্থা করছি। যার মধ্যে জেলার বিভিন্ন থানা অ্যালার্ট করা হয়েছে। আমরা রেগুলার নাকা চেকিং এর আয়োজন করেছি। বিশেষ করে বর্ডার এলাকা গুলোতে আমরা নাকা চেকিং করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর আমাদের বলেছেন বিশেষ ভাবে সতর্ক থাকতে। এছাড়া আমরা নাকা চেকিং করছি, বিভিন্ন মল, সপিং মল, পার্ক গুলিতে। কারন এই সব জায়গাতে লোকের সমাগম বেশি হয়। এছাড়াও কোচবিহার জেলার প্রতিটি জায়গায় এই চেকিং অভিযান চালানো হচ্ছে।