কোচবিহার, ২৭ জানুয়ারিঃ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী মধ্য দিয়ে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ পালন করল কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকরা। সোমবার দুপুরে কোচবিহার শহরের মিনিবাস স্ট্যান্ড এলাকায় ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত জেলা শাসক শান্তনু বালা, ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস, ট্রাফিক ওসি, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
জানা গেছে, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী নিয়ে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোচবিহারের মিনি বাসস্ট্যান্ড। ওই অনুষ্ঠানের পর জেলা ট্রাফিক পুলিশ ও পুলিশের অন্যান্য আধিকারিকরা কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন এবং পথ চলতি সাধারণ মানুষদের নিরাপত্তা বিষয়ে সচেতন করেন বলে জানা গিয়েছে। পাশাপাশি যারা হেলমেট না পড়ে রাস্তায় চলাচল করছে সেই সব সাধারণ বাইক চালকদের আটক করে তাদের হেলমেট পরিয়ে দিচ্ছেন জেলা প্রশাসনিক আধিকারিকেরা। হেলমেট ব্যবহার না করলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই বিষয়ে সচেতন করেন।
এদিন এবিষয়ে জেলা ট্রাফিক আধিকারিক সুভাষ তালুকদার জানান, আজ আমাদের পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলাম। তারপর আমরা একটি মিছিল বের করি। এই মিছিল কোচবিহারের বিভিন্ন রাস্তায় দিয়ে যাবে। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্য দিয়ে কিভাবে সাধারণ মানুষ, যারা চার চাকা চালায়, বাইক চালায় তাদের সচেতন করা হচ্ছে। চার চাকা চালানোর সময় শিট বেল্ট বেঁধে গাড়ি চালাবেন এবং বাইক চালকদের হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানোর পরামর্শ দেন।