রাতভর নিখোঁজ থাকার পর এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার মাথাভাঙায়

292

মাথাভাঙা, ৬ মেঃ রাতভর নিখোঁজ থাকার পরে এক ব্যবসায়ীর রক্তাক্ত  দেহ উদ্ধার হয়েছে মাথাভাঙায়৷ ঝাল মুড়ি বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য মাথাভাঙ্গার নয়ারহাটে। তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট বাজারে।

জানা গেছে, নয়ারহাট বাজারে একটি মদের দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ঝাল মুড়ি বিক্রেতা সুভাষ বর্মনকে। তারপর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে কিন্তু হাসপাতালে নিয়ে আসার পর তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার  নয়ারহাট বাজারে গিয়েছিল ঝাল মুড়ি বিক্রি করতে গিয়েছিলেন তিনি। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এবং শুরু করেন খোঁজা খুঁজিও। অবশেষে মঙ্গলবার তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে নয়ারহাটে মদের দোকানের সামনে। সুভাষকে খুন করা হয়েছে বলেই অনুমান পরিবারের। এমনকি একটি সিসিটিভি ফুটেজও এসেছে প্রকাশ্যে যেখানে দেখা গিয়েছে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি পিটিয়ে মারছে তাকে। এই ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্তে মাথাভাঙ্গা থানার পুলিশ।