ফের মাথাভাঙ্গায় এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ

105

মাথাভাঙ্গা, ২ জুনঃ ফের এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার মাথাভাঙ্গা দুই ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম আনন্দ কুমার সরকার (৫৫)। তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নবগ্রাম গ্রামে। তাকে সহযোগিতা করার জন্য এক ভারতীয়কে আটক করে পুলিশ। আজ ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩৫ বছর আগে নদীয়া জেলার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল আনন্দ কুমার সরকার। তিনি ভারতে প্রবেশের পর বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে থাকতেন। দীর্ঘ ৩৫ বছর ধরে বাংলার বিভিন্ন প্রান্তে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে বসবাস করতেন। কিন্তু তার কাছে ভারতের নাগরিকত্বের কোনো নথি ছিল না বলে অভিযোগ। পরে তাকে আটক করে ঘোকসাডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার নবগ্রাম গ্রামে। পরে ধৃতকে আদালতে তোলা হলে  বিচারক ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।