পুজোর আগে শেষ হবে সাড়ে ৫ কোটির উন্নয়ন কাজ, আশাবাদী অভিজিৎ দে ভৌমিক

55

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরের উন্নয়নে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এই অর্থ দিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মঙ্গলবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক জানান, আসন্ন দুর্গাপূজোর আগেই সমস্ত কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এদিন তিনি এলাকার দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় চলা কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন,“উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে কোচবিহার শহরের একাধিক রাস্তা ও নিকাশি সংস্কারের কাজ চলছে। আমরা চাই, শহরবাসীকে পুজোর আগে সম্পূর্ণ নতুন অবকাঠামো উপহার দিতে।”

স্থানীয় বাসিন্দাদেরও আশা,দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এই প্রকল্পগুলির মাধ্যমে। বিশেষ করে বর্ষাকালে জল জমে যাওয়ার মতো নিত্যদিনের সমস্যার অবসান ঘটবে বলেই মনে করছেন তাঁরা।

কোচবিহারের বিভিন্ন ওয়ার্ডে একযোগে কাজ শুরু হওয়ায় শহর জুড়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। রাজনৈতিক মহলেও এই উন্নয়নমূলক পদক্ষেপকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। অভিজিৎ দে ভৌমিক আশ্বাস দিয়েছেন, দ্রুতগতিতে কাজ এগোচ্ছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই প্রকল্পগুলির ফল ভোগ করবেন কোচবিহারের মানুষ।