মালদায় জমি হাতানোর জন্য পিসিকে খু*ন, যাবজ্জীবন কারাদণ্ড ভাইপোর

17

মালদা, ১২ সেপ্টেম্বর: জমি দখলের উদ্দেশ্যে পিসিকে খুনের ঘটনায় মালদা জেলা আদালত রায় দিল কঠোর শাস্তির। মঙ্গলবার পঞ্চম দায়রা আদালতের বিচারক মনদ্বীপ দাশগুপ্ত অভিযুক্ত ভাইপো শিবা হেমব্রমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। পাশাপাশি প্রমাণ লোপাটে সাহায্যের অভিযোগে শিবার সহযোগী বর্মা হেমব্রমকেও সাত বছরের সাজা ঘোষণা করা হয়েছে।

আইনজীবী হুমায়ুন মিয়াঁ জানান, ২০১৯ সালের ১৮ অগাস্ট হবিবপুরের বাসিন্দা নীলমণি হেমব্রম (৬০) খুন হন। তদন্তে উঠে আসে, জমি হাতানোর উদ্দেশ্যে নীলমণিকে তাঁরই ভাইপো শিবা হেমব্রম খুন করে। বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর শিবা ও তার সহযোগী বর্মা মৃতদেহ গোপন করতে খাড়ির ধারে পুঁতে রাখে।

পরদিন স্থানীয় এক মহিলা বিষয়টি সন্দেহজনক মনে করে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত তদন্তে নেমে শিবা ও বর্মাকে গ্রেপ্তার করে। মামলায় মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত শিবাকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করে। পাশাপাশি, প্রমাণ নষ্ট করার চেষ্টার জন্য শিবা ও বর্মাকে আলাদাভাবে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়। জরিমানা না দিলে আরও এক বছরের সাজা ভোগ করতে হবে তাদের।

এই রায়ের পর নিহত নীলমণি হেমব্রমের পরিবারের সদস্যরা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, দীর্ঘ আইনি লড়াইয়ের পর ন্যায়বিচার মিলল। অন্যদিকে, অভিযুক্তদের পরিবার রায় চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে বিরোধ বহুদিন ধরেই চলছিল। অবশেষে তা প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়। আদালতের এই রায় ভবিষ্যতে গ্রামীণ এলাকায় জমি-সংক্রান্ত বিবাদের ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।