কোচবিহার, ১২ই সেপ্টেম্বরঃ আজ কোচবিহারে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঐতিহাসিক ভারত ভুক্তি দিবস। ১৯৪৯ সালের এই দিনে কোচবিহার রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়। রাজবংশী সমাজ ও স্থানীয় মানুষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর নানা কর্মসূচির মাধ্যমে পালন করে আসছেন।
ইতিহাস বলছে, দীর্ঘ আলোচনার পর ১৯৪৮ সালের ২০শে আগস্ট, ১৯৪৯ সালের ২৮শে আগস্ট এবং একই বছরের ৩০শে আগস্ট তিন দফায় চুক্তি সম্পন্ন হয়। সেই সব আলোচনার ভিত্তিতেই ১৯৪৯ সালের ১২ই সেপ্টেম্বর কোচবিহার রাজ্য আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। প্রথমে এটি ‘গ’শ্রেণীর রাজ্য হিসেবে ভারতীয় প্রশাসনিক কাঠামোয় অন্তর্ভুক্ত হয়। কোচবিহারের মহারাজা তৎকালীন ভারত সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে রাজ্যের জনসাধারণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেন। এর ফলেই কোচবিহার ভারতের অংশ হিসেবে যুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটি আজও মানুষের মনে গেঁথে আছে।
আজকের ওই অনুষ্ঠানে হাজির ছিলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মন, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রাজিব রায়, সাংস্কৃতিক সম্পাদক চক্রধর বর্মন, দিনহাটা ১ নং ব্লকের সম্পাদক গোপাল চন্দ্র বর্মন, সভাপতি চঞ্চল রায়, বাপী রায় সহ আরও অনেকে। বক্তারা এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে অতীতের সংগ্রামের ইতিহাস জানার আহ্বান জানান।
গ্রেটার নেতারা জানান, কোচবিহার রাজ্যের ভারত ভুক্তি দিবস শুধুমাত্র ইতিহাসের একটি দিন নয়, বরং এটি এক গৌরবময় অধ্যায়। ঐক্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক এই দিনটি আজও কোচবিহারবাসীর হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।