বীরভূম, ১৮ জানুয়ারিঃ লরির ধাক্কায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল পরিবার। আজ লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রামকৃষ্ণ সত্যেন্দ্র আশ্রমের সামনে ১৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, যে একটি লরি মল্লারপুর থেকে রামপুরহাট দিকে আসছিল ও বাইকটি রামপুরহাট থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। সেই সময় মল্লারপুর থানার রামকৃষ্ণ সত্যেন্দ্র আশ্রমের সামনে ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয় বলে স্থানীয়দের কাছে খবর। মৃত বাইক আরোহীর নাম টোটন মন্ডল।বাইকের মধ্যে স্বামী-স্ত্রী চেপে যাচ্ছিল সঙ্গে ছিল বছর দুই এর এক শিশু।
মা ও শিশু আহত। তাদের মল্লারপুর থানার পুলিশ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মৃত বাইক আরোহীর বাড়ি বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার বাতাসপুর গ্রামে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।