বীরভূম, ১ আগস্টঃ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে আজ বৈকাল পাঁচটা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত সারোদা মোড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে।
এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৈকাল বেলা সাঁইথিয়ার দিক থেকে কোটাসুরের দিকে আসছিল ওই বাইক চালক ঠিক একইভাবে কোটাসুরের দিক থেকে সাঁইথিয়ার দিকে যাচ্ছিল একটি ডাম্পার তবে সারদা মোড়ে রাস্তার উপরে ডাম্পারের ঠিক পিছন দিকে সংস্পর্শে চলে আসে ওই বাইক চালক।
আর ডাম্পারের সংস্পর্শে এসেই রাস্তার উপরে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হয় ওই বাইক চালক। তড়িঘড়ি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং ওই আহত মোটরবাইক চালক কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।