শিলিগুড়ি, ৩০ অক্টোবর: রাস্তার উপরেই পড়ে রয়েছে হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ার।টাওয়ারের নিচেই চাপা পড়ে রয়েছে চাল বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ঝমকলাল এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
জানা গেছে বিধান নগর থেকে ফুলবাড়ীর দিকে আসার সময় একটি চাল বোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিদেওয়ার ২৭নম্বর জাতীয় সড়কের ঝমকলাল এলাকায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের টাওয়ারে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে নয়নজুলিতে পড়ে যায় ট্রাকটি।অপরদিকে বৈদ্যুতিক টাওয়ার ভেঙ্গে পড়ে যায় রাস্তার ওপর।বেশ কিছুক্ষণ সেই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা।
জোর কদমে শুরু হয় উদ্ধার কাজ।তবে এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। জানা যায় গাড়ি ছেড়ে পালিয়ে যায় ট্রাক চালক এবং সহকারি চালক। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকাজুড়ে।