খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ ফেব্রুয়ারিঃ অস্বাভাবিক মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক ছাত্রের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরালিপুকুর হাই স্কুলে। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা স্কুল ও এলাকাজুড়ে।
জানা গিয়েছে,ওই ছাত্রের নাম প্রীতম দাস, প্রীতম দাস মুরালিপুকুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। ছোটো থেকে মেধাবী ছাত্র হিসাবে পরিচিত, মনের জোড় আর সাহস নিয়ে বসে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায়। প্রীতম দাস মুড়ালিপুকুর হাই স্কুলের ছাত্র। উচ্চমাধ্যমিকের সেন্টার পরে অরঙ্গবাদ হাই স্কুলে। প্রীতম দাস ছোট থেকেই শারীরিকভাবে অক্ষম মনের জোর আর মনের সাহস নিয়ে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।
আজ ইতিহাস পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সেন্টারের মধ্যে অসুস্থ বোধ করে। তড়িঘড়ি নিয়ে আসা হয় মহিশাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। ওই ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোক জন। ওই ঘটনাস্থলে আসেন উচ্চ মাধ্যমিক কাউন্সিলের জয়েন কনভেনার আশরাফ রাজবী এছাড়াও ঘটনাস্থলে আসেন সুতি থানার পুলিশ।