ধুপগুড়ি, ২ ডিসেম্বরঃ হাসপাতালে যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে গেল শিশু সন্তান সহ এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির খলাই গ্রামে গোড়েরবাড়ি এলাকায়। ওই ঘটনার পর আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করার পর তাকে না পেয়ে অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নিখোঁজ হওয়া গৃহবধুর স্বামী তাপস রায়। তিনি সেখানে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, পাঁচ বছর আগে মাথাভাঙ্গার নয়ারহাটের পবিত্র বর্মনের মেয়ে রিংকি বর্মনের বিয়ে হয় ধুপগুড়ির খলাই গ্রামের গোড়েরবাড়ি এলাকার সুবল রায়ের ছেলে তাপস রায়ের সঙ্গে। বর্তমানে তাদের সাড়ে তিন বছরের এক কন্যা সন্তানও রয়েছে।
গৃহবধুর স্বামী তাপস রায়ের অভিযোগ, তার কাকাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিল স্ত্রী রিঙ্কি বর্মনের। এদিন ধুপগুড়ি হাসপাতালে যাওয়ার নাম করে সন্তান সহ নিখোঁজ হয়ে যায় গৃহবধূ। নিখোঁজ সন্তান সহ স্ত্রীর খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছে গৃহবধুর স্বামী সহ পরিবারের সদস্যরা। এদিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্ত্রীকে খুঁজে না পেয়ে ধুপগুড়ি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করে ওই গৃহবধূর স্বামী তাপস রায়।