কাঁকসায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা, আহত এক চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে উলটে গেল লরি

9

কাঁকসা, ২৭ জুলাইঃ রবিবার সকালে দুর্গাপুরগামী ১৯ নম্বর জাতীয় সড়কে কাঁকসার বিরুডিহা এলাকার কাছে ঘটে গেল এক মারাত্মক লরি দুর্ঘটনা। একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে আরেকটি লরি ধাক্কা মারলে এক লরি চালক আহত হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুর্গাপুরের দিকে ওয়াল কেয়ার পুটটি বোঝাই করে আসা একটি লরির চাকা হঠাৎ বাস্ট হয়ে যায়। ফলে লরিটি রাস্তার ধারে দাঁড় করিয়ে চালক ও খালাসি মিলে চাকা বদলাচ্ছিলেন। ঠিক সেই সময় দুর্গাপুরগামী অপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা মারে এবং পরে রাস্তা থেকে সরে গিয়ে মাঠে পড়ে যায়।

দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা লরির চালক অল্প বিস্তর আহত হন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে হাসপাতালে পাঠায়।

অন্যদিকে, দুর্ঘটনার পর পেছনের লরির চালক ও খালাসি এলাকা থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে কাঁকসা থানার পুলিশ দু’টি লরিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ সূত্রে খবর,দুর্ঘটনাকবলিত লরিগুলিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে।