মহিলাদের স্নানের ছবি তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল যুবক, চলল গণধোলাই

27

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ অগাস্ট, আসানসোলঃ পুকুরে মহিলাদের স্নানের ছবি তুলতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল যুবক। ইলেকট্রিক খুঁটিতে বেঁধে মারধর করা হল ওই যুবককে। আসানসোলের সালানপুর থানার এথোড়া গ্রামের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এথোড়া গ্রামের পুকুরে মহিলারা প্রতিদিন স্নান করতে যান। অভিযোগ, এদিন পুকুরে মহিলারা যখন স্নান করছিলেন তখন অজ্ঞাত তিন যুবক ছবি তুলছিল। ওই যুবকরা প্রায়ই এই কাজ করত বলে অভিযোগ। কিন্তু এদিন তারা হাতেনাতে ধরা পড়ে যায়।

দু’জন বাইক নিয়ে পালিয়ে গেলেও একজন ধরা পড়ে। তাকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে চলে গণধোলাই। জানা গিয়েছে, অভিযুক্তরা এলাকার একটি বেসরকারি কারখানায় কাজ করে।

তারা তিনজনেই পাটনার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তাকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।