মাথাভাঙ্গা, ৯ জুলাইঃ ভিন রাজ্যে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনায় শোকের ছায়া পরিবার ও এলাকাজুড়ে। জানা যায়, কথা ছিল দুর্গ পুজোর আগেই বাড়ি ফিরবে তারপরেই বাড়ির সকলের সঙ্গে পুজো দেখবে। কিন্তু আর তা হল না তার আগেই বাড়িতে পৌঁছালো বছর ২৩ এর যুবক নীলকান্ত দাসের নিথর দেহ। নিজের বাড়িতে দেহ ফিরতেই ভির জমাতে শুরু করে এলাকার সকলেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের আত্মীয়-স্বজন ও বন্ধুরা।
এলাকাবাসীরা জানান অনেকদিন ধরেই বাবা সাঁতারু দাস পরিযায়ী শ্রমিকের কাজের সঙ্গে যুক্ত। তবে পরিবারের হাল ধরতে ছেলে নীলকান্ত দাস পরিযায়ী শ্রমিকের কাজ বেছে নেয়। দুই দিদি ও এক বোনের বিয়ে ইতিমধ্যেই দিয়ে দিয়েছে তারা। বেশ কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে হায়েদ্রাবাদে যায় তারা।
ভাই নিতাই দাস জানান, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করত দাদা আমি ব্যাঙ্গালোরে ছিলাম তবে গত শনিবার খবর আছে বহু তলের বিল্ডিং থেকে একটি জ্যাক ভাইয়ের মাথায় পড়ে যায়। আমি খবর পেয়েই হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেই। সেখানে হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। তারপর দাদার দেহ আজ বাড়িতে নিয়ে আসা হয় শেষ কাজ সম্পূর্ণর জন্য।