লখনৌয়ে কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মৃত্যু মালদার এক পরিযায়ী শ্রমিকের

0
28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২১ নভেম্বরঃ ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল মালদার গাজোলে। ঘটনাটি ঘটছে বৈরগাছি -১ গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া গ্রামের। জানা গেছে, লখনৌয়ে টাওয়ারের কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক তৈমুর শেখ। গত রবিবার টাওয়ার থেকে পড়ে মারা গেছেন পরিযায়ী শ্রমিক তৈমুর শেখ। পড়ে তার দেহ ময়নাতদন্ত করে সেখান থেকে মালদার উদ্দেশ্যে রওনা দেন পরিবারের লোকেরা। আজ তাঁরা দেহ নিয়ে বাড়ি ফিরে আসেন বলে জানা গিয়েছে।

পরিবার সুত্রে জানা গেছে, তৈমুর শেখের দেহ আজ এসে পৌঁছয় মালদার গাজোলের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই তার দেহ কবরস্থ করার কাজ শুরু হয়। ঘটনাটি ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।

এলাকাবসীদের বক্তব্য, গ্রামে কাজ না থাকায় বাধ্য হয়ে পরিবার-পরিজনদের ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়। এই গ্রাম পঞ্চায়েতে প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। যদি ১০০ দিনের কাজ চালু থাকতো তাহলে অনেকে সেই কাজে যুক্ত থেকে সংসার চালাতে পারতেন। তাহলে আর বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যেতে হত না তাদের গ্রামের পুরুষদের।

উল্লেখ্য, সারা বছর ধরে প্রায় রোজ দিনই কেও না কেও আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্য গুলিতে যাচ্ছে কাজের তাগিদে। এবং প্রতিনিয়তই কোন না কোন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর উঠে আসে বিভিন্ন জায়গা থেকেই। আমরা জানি, কিছুদিন আগেই এক রেল ব্রিজ দুর্ঘটনায় মালদার অনেক পরিযায়ী শ্রমিক মারা যায়। ওই ঘটনার পর ফের পরিযায়ী এক শ্রমিকের মৃত্যুতে শোকাহত মালদার গাজোলবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here