অবিবাহিত যুবকের প্রেমে পড়ে স্বামী সংসার ছাড়লেন এক সন্তানের মা, চাঞ্চল্য ধূপগুড়িতে

102

ধূপগুড়ি, ৩০ অক্টোবরঃ কেরালা খাটা অবিবাহিত যুবকের প্রেমে পড়ে স্বামী সংসার ছাড়লেন এক সন্তানের মা। ছয় বছরের সন্তানকে ফেলে প্রেমিক যুবকের হাত ধরে সটান তার বাড়িতে চলে এলো। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহাকুমার দক্ষিণ গোসাইর হাটের ঝালটিয়ার হাট সংলগ্ন মেড়ির পার এলাকায়। ওই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায়।

জানা গেছে গত কয়েক বছর ধরে ধূপগুড়ির এক অবিবাহিত যুবক কেরালায় কাজের সন্ধানে যায়। সেখান থেকে এক বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে হলদিবাড়ি এলাকার এক গৃহবধুর। ব্যাস কেল্লা ফতে। শুরু হয় বিবাহিত বহির্ভূত পরকীয়া সম্পর্ক। এরপর ফোনে এক বছর ধরে চলে প্রেমের গল্প।।স্বামী সন্তান সংসার কোনো কিছুই যেন ভালো লাগে না গৃহবধুর। নতুন প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য ছটপট করতে থাকে তার মন।

জানা গেছে, স্বচ্ছল পরিবারের এক সন্তানের গৃহবধূ কেরালা খাটা প্রেমিক যুবকের প্রেমে পাগল হয়ে যায়।এদিকে অবিবাহিত কেরালা খাটা প্রেমিক যুবকও আর থাকতে না পারে না। শেষে কেরালা থেকে ফিরে এসে ঐ গৃহবধূকে নিয়ে চলে আসে তার ধুপগুড়ির বাড়িতে। কৌতুহলী মানুষের ভিড় হয় যুবকের বাড়িতে। এদিকে গৃহবধুর পরিবারের লোকজন খবর পেয়ে গৃহবধুকে নিয়ে যেতে ছুটে আসে ধূপগুড়িতে। কিন্তু কোনো ভাবেই গৃহবধু স্বামীর কাছে ফিরে যেতে রাজি হয়নি। অগত্যা ফিরে যায় তারা। এরপর সোমবার রাতে স্থানীয়রা এলাকার একটি মন্দির নিয়ে গিয়ে উভয়ের মালা বদল এবং গৃহবধুর কপালে সিঁদুর পরিয়ে বিয়ে দেন অবিবাহিত যুবকের।