কলের পারের গর্তে পরে মৃ*ত্যু হল দেড় বছরের শি*শুর, শোকের ছায়া পরিবারে

196

শীতলকুচি, ১৮ জানুয়ারিঃ খেলতে খেলতে কলের পারের গর্তে পরে গেল দেড় বছরের শিশু। ঘটনাটি ঘটেছে শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপীর এলাকায়। এরপর তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। মৃত ওই শিশুর নাম খাদিমুল হক।

পরিবার সূত্রে জানা যায়,  আজ সকাল বেলা বাবা মা তামাক খেতে কাজ করতে যায়। বাড়িতে দাদি আম্মার কাছে ছিল খাদিমুল। হঠাৎ খাদিমুলের দাদিমার নজরে আসে বাচ্চাটি কলের পারের গর্তে পড়ে গেছে এরপরই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলে। পরবর্তীতে ওই বাচ্চাটিকে উদ্ধার করে পরিবারের মানুষজন শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। চিকিৎসকেরা ওই বাচ্চাকে দেখে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কান্নার রোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।