চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃ*ত্যু হল এক ব্যক্তির

280

জলপাইগুড়ি, ২ আগস্ট: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আজ জলপাইগুড়ি রোড স্টেশনে। মৃত রেল যাত্রীর নাম মহম্মদ কিয়ামুদ্দিন (৫৭), বাড়ি বিহারের ছোট মাধরপুরে।ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। আরপিএফ জখম ব্যক্তিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়।

জানা গিয়েছে, বিহার থেকে সড়ক পথে স্ত্রীকে নিয়ে শিলিগুড়ি এনজেপিতে এসেছিলেন কিয়ামুদ্দিন। সেখান থেকে শিলংয়ের উদেশ্যে পদাতিক এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন দম্পতি। রোড স্টেশনে পতাদিক ট্রেন দুই মিনিটের স্টপেজ দিয়ে থাকে। সেই সময় চলন্ত ট্রেন থেকে নামতে যায় কিয়ামুদ্দিন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

স্ত্রী আটকানোর চেষ্টা করেও পারেননি। এরপর চলন্ত ট্রেনের নিচে চলে যায় কিয়ামুদ্দিন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। কিয়ামুদ্দিনের দুটো পা কাটা যায়। রেল পুলিশ ছুটে এসে গুরুত্বর জখম অবস্থায় কিয়ামুদ্দিনকে উদ্ধার করে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিয়ামুদ্দিনের। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারকে তুলে দেওয়া হবে জানায় পুলিশ। ঘটনায় শোকের ছায়া ওই পরিবারে।