স্কুলের স্টোর রুম থেকে উদ্ধার একটি বিষধর সাপ,হুলুস্থুল কান্ড তুফানগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে

46

প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জ: স্কুলের স্টোর রুম থেকে উদ্ধার হল একটি বিষধর সাপ। ঘটনটি ঘটেছে তুফানগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের স্টোর রুমে। উদ্ধার হওয়া সাপটি হল গোখরো। সাপ উদ্ধারকে কেন্দ্র করে এদিন হুলুস্থুল পড়ে যায় স্কুলে। আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক সকলেই।

জানা গেছে, এদিন তুফানগঞ্জ বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের স্টোর রুম থেকে জিনিসপত্র আনতে গিয়ে সাপটিকে প্রথম লক্ষ করেন। এরপর স্কুলের তরফ থেকে সর্পপ্রেমী প্রতীক সরকারকে খবর দেওয়া হলে তিনি সাপটি উদ্ধার করেন।

এদিন এবিষয়ে সর্পপ্রেমী প্রতীক সরকার বলেন,আমাকে স্কুল থেকে খবর দেওয়া হয়। আমি এসে সাপটিকে উদ্ধার করি। সাপটি পূর্ণবয়স্ক ছিল। সাপটি লম্বায় সাড়ে পাঁচ ফুট ছিল। পরে সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিন এবিষয়ে এক অভিভাবক আশঙ্কা প্রকাশ করে জানান,এভাবে স্কুলের মধ্যে সাপ থাকলে বড় বিপদ হতে পারে। কারণ বাচ্চার স্কুলের মাঠে খেলবেই সেই সময় কোনও সাপ লুকিয়ে থাকলে বিপদ হতে পারে।