‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি উপলক্ষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে

24

ইফতেসুম প্রধান, হলদিবাড়িঃ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি উপলক্ষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল হলদিবাড়িতে। শুক্রবার হলদিবাড়ি থানার ও হলদিবাড়ি ট্র্যাফিক পুলিশের উদ্যোগে হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, হলদিবাড়ি গার্লস স্কুল, হলদিবাড়ি হাইস্কুল সহ বিভিন্ন এনজিওদের নিয়ে ওই শোভাযাত্রাটি করা হয়। এদিন ওই শোভাযাত্রাটি হলদিবাড়ি থানা থেকে শুরু হয়ে হলদিবাড়ি বাজার সংলগ্ন এলাকা পরিক্রমা করে থানায় গিয়েই শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি কাস্যব রাই, ট্র্যাফিক ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

জানা গেছে, বর্তমানে নেশা করে গাড়ি চালানো, সিট বেল্ট না পরে গাড়ি চালানো, হেলমেট ছাড়াই বাইক চালানো সহ বিভিন্ন আইন বিরোধী কাজ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে কোচবিহার জেলা পুলিশের উদ্যেগে জেলার বিভিন্ন জায়গায় সতর্কতা জারি, নাকা চেকিং, মাইক যোগে প্রচার সহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হয়েছে পুলিশ প্রশাসন।