স্বামী বিবেকানন্দের জন্মদিনের ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েই আচমকা অসুস্থ হয়ে মৃত্যু এক পড়ুয়ার

302

কোচবিহার, ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্মদিনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে বিপত্তি, পড়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি শুটিংক্যাম্প সংলগ্ন এলাকায়। মৃত ছাত্রের নাম রিয়েশ রাই। তার বাড়ি কালিম্পং জেলার গরুবাতানে। সে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। ওই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে। পরে পুলিশের পক্ষ থেকে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়।

জানা গেছে,প্রতিবছর ১২ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে সাড়ে ৮কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। পাতলাখাওয়া থেকে সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং তার শেষ পয়েন্ট ছিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে। সেখান থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পর মাঝ রাস্তায় শুটিংক্যাম্প-এর সামনে এসে পড়ে যায় রিয়েশ রাই। পরে তাকে উদ্ধার করে পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তার প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।