খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, মালদা: বাড়ির মার্সালের চৌবাচ্চার জলে ডুবে মৃত্যু হল এক আড়াই বছরের এক শিশুর। ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ছোট কাদিরপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই শিশুর নাম শিবরাজ মন্ডল(আড়াই বছর),তার বাড়ি পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের ছোট কাদিরপুর গ্রামে।
মৃত শিশুর পিসিমা নীলিমা মন্ডল জানান,সোমবার বিকেল চারটের নাগাদ তার ভাইয়ের ছেলে বাড়ির পেছনে থাকা মার্সালের চৌবাচ্চায় পড়ে যায় এবং এই ঘটনা চোখে পড়ে তার এক ভাইঝির এবং দৌড়ে গিয়ে বাড়িতে খবর দিলে সঙ্গে সঙ্গে ওই চৌবাচ্চা থেকে শিশুটিকে তুলে চৈতন্য অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অবশেষে আজ ওই শিশুটির মৃত্যু হয়।
পরে মৃত শিশুটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে পরিবারের লোকজন। পরবর্তীতে মালদা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ওই শিশুর মৃতদেহ মালদা থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনার ফলে মৃত শিশুর পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে এবং গোটা এলাকায় শোকে স্তব্ধ হয়ে পড়ে।