খবরিয়া২৪ নিউজ ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। বর্ণপরিচয় -সহ একাধিক পাঠ্যপুস্তক , সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ রচনার পাশাপাশি সমাজ থেকে বিধবা বিবাহ আইন ও স্ত্রী শিক্ষার প্রচলন ,বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো প্রথা গুলিকে সমাজ থেকে দূরীকরণে তাঁর ভুমিকা অপরিসীম।
এই দিন কোচবিহার শহরের জেলখানা মোর সংলগ্ন এলাকায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন। আস্থা ফউন্ডেশন কোচবিহারের এক অন্যতম সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে কোচবিহারে তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন এবং আজ তাদের পক্ষ থেকে কোচবিহারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩তম জন্মদিবস পালন করা হলো। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েদের হাতে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আদর্শ লিপি ও বর্ণ পরিচয় বই তুলে দেওয়া হয়।