ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনে কা*টা পড়ে মৃ*ত্যু হল এক মহিলার

56

মালদা, ২০ জানুয়ারি : ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার।সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার মালাহার রেল স্টেশনে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা স্টেশন জুড়ে।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মোমিনা বেওয়া(৬৩)তিনি মালাহার গ্রামের বাসিন্দা।এদিন কাটিহার মালদা কোর্ট আপ প্যাসেঞ্জার ট্রেনে উঠে সামসি যাওয়ার কথা ছিল তার। ট্রেন উঠতে গিয়ে পড়ে মৃত্যু হয়।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

মৃতার ছেলে তিনি জানান, আমার মা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পরে যায়। গেটের সামনে প্রচুর ভিড় ছিল যার জন্য ট্রেনে উঠতে পারিনি। প্ল্যাটফর্মটা খুব নিচু আজ প্ল্যাটফর্মটা উঁচু হলে আজ এই ঘটনা ঘটত না। আর প্রতিদিন এই প্ল্যাটফর্মে গেটের সামনে ভিড় লেগেই থাকে। স্টেশনের মেরামতের আরও অনেক প্রয়োজন। প্ল্যাটফর্মটা আরও উঁচু করা দরকার। এর জন্য পুরোপুরি সরকার দাই। আমার ক্ষতিপূরণের ব্যাবস্থা করুক তাহলে খুব ভালো হয়। এই স্টেশনে কোন হাওড়া প্যাসেঞ্জার ট্রেনের ব্যাবস্থা নাই। আরও মাঝে মাঝে অনেক ট্রেন এই স্টেশন দিয়ে যায় না। এই পার ওই পার হওয়ার সময় অনেক ট্রেন মিস হয়ে যায়।