পুলিশের মা*রে মৃ*ত্যু হলো এক মহিলার, প্রতিবাদে কোচবিহার হরিণ চওড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ পরিবার ও স্থানীয়দের

253

মনিরুল হক ,কোচবিহার: পুলিশের মারে মৃত্যু হলো এক মহিলার। মৃত ওই মহিলার নাম অমিয়া বিবি(৫৫)। তার বাড়ি হরিণ চওড়া এলাকায়। ওই মহিলার মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ পরিবার ও স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ওই ঘটনার জেরে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার জেলার ডি এস পি হেডকোয়ার্টার চন্দন দাস, কোচবিহার কোতোয়ালি থানার আই সি তপন পাল সহ বিশাল পুলিশ বাহিনী। পরে মৃতের পরিবারের সাথে কথা বলে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে দেন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ, বৃহস্পতিবার হরিণ চওড়া বাঁধের পারে এক দোকানের সামনে পুলিশের গাড়ি ধুচ্ছিলো পুলিশের গাড়ির চালক। সেই সময় দোকানের মালিক গাড়িটিকে সরিয়ে নিতে বললে  দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাতাহাতি হয়। সেই ঘটনার জেরে পুলিশের চালক থানায় অভিযোগ দায়ের করে। গতকাল রাতে অভিযুক্ত ওই দোকানের মালিককে গ্রেপ্তার করার জন্য হরিণ চওড়া এলাকায় অভিযান চালায়। সেই সময় আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে বাধা দেয় পরিবারের লোকজন।

পরিবারের লোকজনের অভিযোগ,সেই সময় পুলিশ আমিয়া বিবি (৫৫) কে মারধর করে। পুলিশের মারে ঘটনাস্থলে লুটিয়ে পরে ওই মহিলা। পরে তাকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে দিনহাটা – কোচবিহার মেইন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পরিবার ও স্থানীয়রা।