প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। ঘটনার পর রাস্তার পাশে মৃতদেহ রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। মৃত ওই মহিলার নাম কাঞ্চনবালা বর্মন (৫৫)। তার বাড়ি তারাগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ২নং ব্লকের অন্তর্গত তারাগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকায়।
জানা গেছে, তুফানগঞ্জ থেকে অসমের দিকে যাচ্ছিল বোলারো পিকআপ ভ্যান। সেই সময় রাস্তার পাশে থাকা একটি অঙ্গনওয়ারী সেন্টার ছিল। সেই সেন্টারের পাশে দাঁড়িয়ে ছিল একজন মহিলা। দ্রুত গতিতে এসে বোলারো পিকআপ ভ্যানটি রাস্তার নিচে নেমে ওই মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। পরে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ১৭ নং জাতীয় সড়কের পাশে দেহ রাস্তার পাশে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ। পথ অবরোধের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশের মধ্যস্থিতিতে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত তুফানগঞ্জ থেকে অসমে যাওয়ার পথে তারাগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকায় বেশ কিছু আসাম গাড়ির মদ্যপান করে গাড়ি চালিয়ে যান, তবুও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন নি। তারপরেও আজকেই এই দুর্ঘটনা ঘটে। তারপর ওই মহিলার দেহ রাস্তার পাশে রেখে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এদিকে পরবর্তীতে বক্সিরহাট থানার ওসির মধ্যস্থতায় তিনি স্থানীয়দের বুঝিয়ে সুজিয়ে দেহ কোচবিহার এমজেএন মেডিক্যাল ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।