রায়গঞ্জ, ১৭ জানুয়ারিঃ রাজবংশী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জে। এদিন রাজবংশী ভাষা শিক্ষক সমিতির উদ্যোগে রায়গঞ্জে ব্লকের মধুপুর গ্রামে অনুষ্ঠিত হল ওই শিক্ষা কর্মশালা। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষা সাহিতিক ও বঙ্গরত্ন কমলেশ সরকার, কার্তিক চন্দ্র বর্মন, রাজবংশী ভাষা শিক্ষক সমিতির সম্পাদক হরিদাস বর্মন, বিকাশ বর্মন, সাহেবলাল সিংহ, বাপি বর্মন, রতন বর্মন, নারদ বর্মন সহ আরও অনেকে।
জানা গেছে,২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে ২৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলার রাসমেলা ময়দানের প্রশাসনিক সভা থেকে রাজবংশী ভাষার ২১০টি স্কুলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজবংশী ভাষায় স্কুলে পঠনপাঠন প্রাথমিক স্তর থেকে রাজবংশী ভাষায় পড়ানোর শুরু হয়। সেই রাজবংশী ভাষা শিক্ষক সমিতি গঠন হয়। সেই রাজবংশী ভাষায় অর্গানাইজেশন স্কুল গুলির ২০০জন শিক্ষক ও শিক্ষিকারা অংশগহণ করে ওই কর্মশালায়। সেখানে উপস্থিত ছিলেন রাজবংশী ভাষা শিক্ষক সমিতির নেতৃত্বরা।