ধুপগুড়ি, ১৩ অক্টোবরঃ ধুপগুড়িতে নবমীর রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির সাকোয়া ঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইর হাট এলাকায়। মৃত ওই যুবকের নাম ইন্দ্রজিৎ রায় (২৩)। ওই ঘটনায় শোকের ছায়া পরিবারে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে স্কুটিতে করে ইন্দ্রজিৎ রায় এবং তার দুই বন্ধু মিলে নবমীর ঠাকুর দেখতে বাড়ি থেকে বের হয়। তারা ফালাকাটায় দুর্গোৎসবের মণ্ডপ দেখতে যায়। রাত সাড়ে বারোটা নাগাদ সেখান থেকে ফেরার সময় মোরঙ্গা চৌপথি সংলগ্ন এলাকায় একটি চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে তিনজনেই স্কুটি থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থল থেকেই সঙ্গে সঙ্গে ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এক যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। অপর গুরুতর যুবককে শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার বিকেলে মৃত যুবকের দেহ বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন। তার বাবা বোন আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীরা। ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।