চাঁচল, ১৪ জানুয়ারি : স্যালাইনের পর এবার পরিশ্রত পানীয় জল। দোকান থেকে পরিশ্রুত পানীয় জলের বোতল কিনে জল পান করার পর অসুস্থ এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল বাজার এলাকায়। পেটে ব্যথা থেকে শুরু করে বমি। দোকানে থাকা ওই কোম্পানির অন্যান্য জলের বোতলে দেখা যাচ্ছে ভাসছে সাদা ফাঙ্গাস জাতীয় বস্তু। খাদ্য সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের। ওই যুবক নয়াটলা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (৩২)।
জানা যায়, এদিন তিনি সকালে বাজারে আসেন বাজার করার জন্য। জল তেষ্টা পেলে স্থানীয় একটি দোকান থেকে ১০ টাকা দিয়ে ৫০০ মিলিলিটারের একটি কোম্পানির পরিশ্রুত পানীয় জলের বোতল কেনেন। তারপর পান করার পর হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন। বেশ কয়েকবার বমি করেন। এরপর তড়িঘড়ি তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
তারপর সেই দোকানে গিয়ে ওই একই কোম্পানির আরেকটি জলের বোতল নিয়ে দেখতে পান ভেতরে সাদা জাতীয় ফাঙ্গাসের মত কিছু ভাসছে। এদিকে জানা গেছে এই কোম্পানির জল এলাকা জুড়ে রমরমিয়ে ব্যবসা করছে। খাদ্য সুরক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। খাদ্য সুরক্ষা দপ্তরের নজরদারির অভাবে এইভাবে ব্যাঙের ছাতার মতো একাধিক অবৈধ জলের কারখানা তৈরি হয়েছে চাচল মহকুমা জুড়ে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।