বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে কলকাতায় বিক্রি করার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে, পুলিশের দ্বারস্ত যুবতীর মা

0
64

মালদা, ৯ আগস্টঃ বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে আজ উত্তর দিনাজপুরের ইটাহারের এক যুবকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করলো ওই যুবতীর মা। গত ১০ দিন ধরে খোঁজ নেই ওই যুবতীর। অপহরণের অভিযোগ নিখোঁজ যুবতীর মায়ের।

জানা গিয়েছে,মালদহের ইংরেজবাজারের যদুপুর-২ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা বছর ১৯-এর ওই যুবতী গত ৩০ জুলাই সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ি থেকে বের হয়। এরপর তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের লোকজন জানতে পারেন উত্তর দিনাজপুরের বাসিন্দা এক যুবক বিয়ের প্রলোভন দিয়ে তাঁকে তুলে নিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিযুক্ত যুবকের সঙ্গে যুবতীর আলাপ হয়। কিন্তু, ওই যুবক ও তার পরিবার মেয়ের কোনও খোঁজ জানে না বলে মেয়ের পরিবারকে জানায়। এরপর প্রথমে ইংরেজবাজার থানায় মেয়ের নিখোঁজ ডায়েরি করেন বাড়ির লোকজন।

পরিবারের দাবি, গত ৫ আগস্ট অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে মেয়ে বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে। জানায় অভিযুক্ত যুবক বিয়ের প্রলোভন দিয়ে তাঁকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় বিক্রি করে দিয়েছে। সেখানে গোপন একটি জায়গায় তাঁর ওপর চলছে অত্যাচার। এই ঘটনা জানার পরে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতীর মা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here