প্রদীপ কুন্ডু, তুফানগঞ্জঃ গত শনিবার মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রীকে উত্তক্ত করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ওই ঘটনায় রবিবার নাবালিকার পরিবারের তরফে বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ১ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম আনন্দ পন্ডিত। তার বাড়ি ভানুকুমারীতে। জানা গেছে, গত শনিবার পরীক্ষা দিয়ে এক ছাত্রী বাড়ি ফিরছিল। সেই সময় আনন্দ পন্ডিত নামে ওই যুবক ওই ছাত্রীকে উত্তক্ত করে বলে অভিযোগ। পরে ওই ছাত্রীর পরিবারের লোকজন বক্সিরহাট থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আনন্দ পন্ডিতকে গ্রেপ্তার করে। আজ সোমবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।